চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাবেক সাব-ব্র্যান্ড নতুন ফ্ল্যাগশিপ ফোন আনার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ জানুয়ারি উন্মোচিত হতে পারে অনার ভি৪০ ফাইভজি মডেলের এই ফোন। খবর ফোন এরিনা।
কোম্পানিটি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম উইবোতে নতুন হ্যান্ডসেট উন্মোচন করার বিষয়টি তুলে ধরেছে। সাথে থাকা একটি ভিডিও ক্লিপ করে ফোনটি সম্পর্কে কিছু তথ্য জানা গেছে।
ভিডিওতে ফোনটির সামনের পাশের কিছু অংশ দেখা গেছে। এতে থাকছে বাঁকানো ডিসপ্লে এবং দুইটি সেলফি ক্যামেরার জন্য একটি কাটআউট।
শোনা গেছে, ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। সাথে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ পাঁচটি ক্যামেরা। এছাড়া থাকবে তারযুক্ত ৬৬ ওয়াট এবং তারবিহীন ৫০ ওয়াট চার্জিং প্রযুক্তি। তবে ব্যাটারির ক্যাপাসিটি এখনও জানা যায়নি।
এখন অপেক্ষার পালা, সর্বশেষ কী থাকবে সেটি জানতে।
ডিবিটেক/বিএমটি