আগামী জুনের আগেই দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে দেশের ২৬০০ ইউনিয়ন। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্পের ৯৫ শতাংশ কাজ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বৃহস্পতিবার প্রকল্পের অগ্রগতি বিষয়ে সমন্বয় সভায় এমনটাই জানিয়েছেন প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। সভায় উপ-প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, প্রনব কুমার সাহা, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মোঃ আবু মাছুম ও নেটওয়ার্ক স্পেশালিস্ট মোঃ হারুন-অর-রশিদ এবং আহাম্মদ আল মাসুদ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে ১৯,৫০০ কি.মি. অপটিক্যাল ফাইবার ক্যাবল এবং বর্ধিত ব্রডব্যান্ড চাহিদা মেটাতে ৬৩টি জেলা এবং ৪৮৮টি উপজেলায় ডিডব্লিউডিএম নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে ১০ গিগাবাইট/সেকেন্ড এবং জেলা পর্যায়ে ১০০ গিগাবাইট/সেকেন্ড উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন নেটওয়ার্ক নিশ্চিত করা হবে। প্রকল্পে ২৬০০ ইউনিয়নের মধ্যে মাত্র শতাধিক নেটওয়ার্ক স্থাপনের কাজ বাকি আছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সময়ের আগেই সেই কাজ শেষ হয়ে যাবে।