লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চীনের স্টোর থেকে ৩৯ হাজার গেম অ্যাপ সরিয়ে ফেলেছে অ্যাপল। চীনা কর্তৃপক্ষের লাইসেন্সবিহীন অ্যাপ বন্ধের অভিযান কার্যক্রমের মধ্যে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বড় অপসারণ ঘটনা। কেননা এই দিন অ্যাপস্টোর থেকে মোট ৪৬ হাজার অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল।
গবেষণা প্রতিষ্ঠান কিমাই বলছে, সরিয়ে ফেলা অ্যাপের মধ্যে ইউবিসফটের অ্যাসাসিন্স ক্রিড আইডেন্টিটি এবং এনবিএ ২কে২০ এর মতো গেম রয়েছে।
অপরদিকে এই শুদ্ধি অভিযানে অ্যাপল স্টোরের শীর্ষ এক হাজার ৫০০টি পেইড গেমের মধ্যে মাত্র ৭৪টি গেম রক্ষা পেয়েছে।
তবে তাৎক্ষণিক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল কর্তৃপক্ষ।
এরআগে অ্যাপ ক্রয় নীতিমালায় প্রাথমিকভাবে গেম প্রকাশকদের নিবন্ধিত হতে জুনের শেষ দিন পর্যন্ত সময়সীমা বেধে দেয় অ্যাপল। পরে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। মূলত ইন-অ্যাপ পার্চেজ থেকে ৩০ শতাংশ কমিশন কেটে রাখে অ্যাপল এবং এক্ষেত্রে অ্যাপলের পেমেন্ট সিস্টেম ব্যবহার করাও বাধ্যতামূলক।