নতুন বছরের শুরুতেই ভারতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। খবরটি জানিয়েছেন ভারতের পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি। এর আগে ২০২১ সালে ভারতের বাজারে প্রবেশের বিষয়টি রোববার টুইটার মন্তব্যে নিশ্চিত করেছেন টেসলা প্রধান ইলন মাস্কও।
তবে, এমনটা জানুয়ারিতে হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
গাড়কারির ভাষ্য অনুযায়ী, প্রথমে বাইরে থেকে গাড়ি এনে ভারতে শুধু বিক্রি করবে টেসলা। পরবর্তীকালে এই সংস্থা ভারতে গাড়ি তৈরির কারখানাও খুলতে পারে। এদেশে বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি কেমন হচ্ছে, তার উপরেই সবকিছু নির্ভর করছে।
ইকোনোমিক টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, প্রথমে টেসলার সবচেয়ে সস্তা মডেল ৩ গাড়ি ভারতের বাজারে আনবে। গাড়িটির বাজার মূল্য শুরু হবে ৫৫ লাখ ভারতীয় রুপি থেকে।