আগামী ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি ‘বই উৎসব’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দিপুমনি। মন্ত্রী জানিয়েছেন, মোট ১২ দিন ধরে ৪ শ্রেণীর বই বিতরণ কর্মসূচি চলবে।
উচ্চ মাধ্যমিকের ফলাফল তৈরি আছে, অধ্যদেশ জারি হওয়া মাত্রই প্রকাশিত হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
আগামী জুন মাস নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়ে ডা. দীপু মনি বলেছেন, পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে জুলাই-আগস্ট মাসে। ক্লাসে এবার থেকে রোল নম্বর নয়, শুধু আইডি নম্বর থাকবে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।