বর্তমান বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বিশ্বের সার্চ ইঞ্জিন বাজারের ৯২ শতাংশই এই প্রযুক্তি জায়ান্টটির দখলে। তবে গুগলকে টেক্কা দিতে প্রচেষ্ঠা চালাচ্ছে একগুচ্ছ সার্চ ইঞ্জিন স্টার্টআপ।
স্টার্টআপগুলো প্রত্যাশা করছে নিয়ন্ত্রণ সংস্থার ক্রমবর্ধমান চাপে দুই দশক আধিপত্য বিরাজ করা সার্চ ইঞ্জিনকে টেনে ধরে সামনে এগিয়ে যাবে তারা।
গুগলকে টেক্কা দেয়ার এই চ্যালেঞ্জে সর্বশেষ যুক্ত হয়েছে গুগলের সাবেক দুই নির্বাহীর উদ্যোগ নীভা, সেলসফোর্সের সাবেক প্রধান বিজ্ঞানীর প্রতিষ্ঠিত ইউ ডটকম এবং বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ আর্কাইভ করা যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ মোজিক।
যদি স্টার্টআপগুলোর সফলতা এখনও বেশ দূর কিংবা অনিশ্চিত, তবে সবাই আলাদা আলাদভাবে তাদের সম্ভাবনা দেখছে।
ডিবিটেক/বিএমটি