শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে চেক হস্তান্তর করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বুধবার (২৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসানের নিকট পৃষ্ঠপোষক হিসেবে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়ক মাহমুদ মীম ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রোগ্রাম অফিসার তাপস হালদার উপস্থিত ছিলেন।
এর পর বিকেল তিনটায় অনলাইনে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২০) অনলাইন জাতীয় পর্ব ফলাফল ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া বিডিজেএসও-র জাতীয় পর্বে প্রায় ৩ হাজার শিক্ষার্থী ত্থেকে একশজনকে জাতীয় পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছিল ৪টি ক্যাটাগরিতে। সেখানে থেকে প্রাইমারী ক্যাটাগরিতে ২২ জন, জুনিয়র ক্যাটাগরিতে ৪৭ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৭ ও স্পেশাল ক্যাটাগরিতে ৪ জনকে জাতীয় পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় পর্বের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে বিজয়ী মেডেল, সার্টিফিকেট ও টি-শার্ট। পুরস্কারগুলো বিজয়ীদের প্রত্যেকের বাসায় পাঠিয়ে দেয়া হবে। সেইসাথে তাদের নিয়ে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বিডিজেএসও ক্যাম্প। যেখানে একটি চূড়ান্ত অলিম্পিয়াডের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদেরকে মোট ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অভিজ্ঞ প্রশিক্ষকের সহায়তায় আগামীবছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বিজয়ীদের প্রস্তুত করা হবে।