একের পর এক ভূ-রাজনৈতিক সঙ্কটে বাধার মুখে পড়ছে চীনা প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের পর, এবার ভারতে বিনিয়োগ নিয়ে ভাবতে হচ্ছে চীনা মোবাইল প্রস্তুকারক প্রতিষ্ঠান অপো এবং ভিভোকে।
ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইটি টেলিকমের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলমান ভূ-রাজনৈতিক সঙ্কটে সম্প্রতি মোদি সরকার ভারতে চীনের ৫৯টি অ্যাপ বন্ধ করে দেয়। এর প্রভাব পড়েছে দেশটিতে থাকা চীনের মোবাইল প্রস্তুকারক প্রতিষ্ঠানগুলোর উপর।
অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশের কারণে ভিভো এবং অপো দেশটিতে বিনিয়োগের বিষয়ে দ্বিতীয়বার ভাবছে।
জানা গেছে, অপো এবং ভিভোর মতো বড় স্মার্টফোন বিনিয়োগকারীরা এখনও ভারতের উত্পাদন-সংযুক্ত প্রণোদনা (পিএলআই) প্রকল্পের জন্য নিবন্ধকরণ করতে পারেনি। অপরদিকে অ্যাপল মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন, উইসট্রন ও স্থানীয় মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পিএলআই নিবন্ধন সম্পন্ন করেছে।
বিষয়টি নিয়ে ইটি ভারতে চীনা প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, তাদের চিন্তা এখন বাজারের চাহিদার দিকে।
বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ভিভো সাড়ে ৭ হাজার এবং অপো সাড়ে ৩ হাজার কোটি রূপি বিনিয়োগের পরিকল্পনা করেছিল।
দেশটির বাজার বিশ্লেষকদের মতে, এই দুই প্রতিষ্ঠান বর্তমানে তাদের বিনিয়োগ স্থগিত রেখেছে। তারা এখন বাজারের চাহিদার দিকে লক্ষ্য রাখছে ।
তাদের ধারণা, ভারতের মতো বড় বাজার না হারাতে সহসাই বিনিয়োগ বাতিলের কোনো ঘটনা ঘটলেও চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে শিথিলতা চলে আসবে।
ডিজিটেক/আরএইচ