প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গার্লস হু কোড’ নামের অলাভজনক একটি প্রতিষ্ঠানকে সহযোগীতা করার উদ্দেশ্যে এই কার্যক্রম মাইক্রোসফটের।
জানা গেছে, প্রতি সোয়েটার বিক্রির অর্থ থেকে ২০ ডলার অনুদান পাবে ওই অলাভজনক প্রতিষ্ঠানটি। অনুদানের সর্বনিম্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ৫০ হাজার ডলার।
এদিকে সোয়েটার বিক্রির কাজ মাইক্রোসফট এবারই প্রথম করলো এমন নয়। এর আগেও প্রতিষ্ঠানটি উইন্ডোজ ৯৫ এর আদলে সোয়েটার বিক্রি করেছিল। তবে এবারই প্রথম টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি সরাসরি সোয়েটার বিক্রি করছে।