জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যেগে সোমবার অনলাইনে ‘থিওরি অব রিলেটিভিটি: E=mc2’ নিয়ে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর সুকল্যান বাছাড়।
অনুষ্ঠানে ‘থিওরি অব রিলেটিভিটি: E=mc2’ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর ৩ শিক্ষার্থী বিস্তারিত আলোচনা করেন। তারা হলেন, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কাজিম রেজা চৌধুরী, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মুশফিকুর রহমান ও ইইই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৈয়দ এমাদ উদ্দিন।
ভার্চুয়াল আলোচনায় প্রধান অথিতির বক্তৃতায় সুকল্যান বাছাড় বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান শিক্ষায় কাজ করে যাচ্ছে। এখানে কোন সিলেবাস নাই। এখানে অনেক বিষয়ে গ্যালারি রয়েছে। ফলে বই পড়ার মধ্যেই সীমাবন্ধ থাকা লাগবে না। এখানে রয়েছে পদার্থ বিজ্ঞান,বায়োলজি, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ফান , ম্যাজিক ও আইসিটির মত গ্যালারি।
তিনি আরো বলেন, সারাদেশের বিজ্ঞান ক্লাবগুলো আমরাই দেখা-শোনা করি। কেউ যদি বিজ্ঞান ক্লাব তৈরি করতে চায় আমরা সহযোগিতা করি এবং রেজিস্ট্রেশন দিয়ে থাকি। শহরের শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দেখার সুযোগ পেলেও গ্রামের শিক্ষার্থীরা তা পায় না, তাদের জন্য আমরা গাড়ি দিয়ে জাদুঘর তৈরি করে সারাদেশে দেখিয়ে থাকি।
অনুষ্ঠানে শেষে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক সেরা বক্তৃতা নির্বাচন করা হয়। প্রথম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৈয়দ এমাদ উদ্দিন।