অন্যান্য থার্ড পার্টি পডকাস্ট প্লেয়ারের মতো ততোটা জনপ্রিয় না হলেও এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং প্রায় সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রস্তুত। সম্প্রতি গুগল প্লে স্টোরে ডাউনলোডের ক্ষেত্রে ৫ কোটির মাইলফলক অর্জন করেছে অ্যাপটি। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
অ্যাপটি ডাউনলোড করে আপনার স্মার্ট হোম স্পিকারে পছন্দের পডকাস্ট সেশন শুনতে পারেন অনায়াসেই। আর সবচেয়ে জনপ্রিয় না হলেও ৫ কোটি ব্যবহারকারীর কাছে অন্তত জায়গা করে নিয়েছে অ্যাপটি।
গুগল সার্চ অ্যাপেও পডকাস্টের ডিরেক্ট শর্টকাট অপশন রয়েছে। এই অ্যাপটি তার বেশি কিছু নয়। তবে যদি কেউ পডকাস্ট প্লেয়ার হিসেবে এটিকে সাবলীলভাবে নিয়মিত ব্যবহার করতে চান তারাই অ্যাপটি ডাউনলোড করে থাকেন। আর তাই বলা চলে ডাউনলোডের চেয়েও এর ব্যবহারকারীর সংখ্যা হয়তোবা বেশি!
ডিবিটেক/বিএমটি