তরুণ উদ্যোক্তাদের টাকার পেছনে না ছুটে সমস্যা সমাধানের পেছনের ছুটতে হবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে “ফান্ডিং ইউর ভেঞ্চার: দ্য ফার্স্ট স্টেপ” নামক এক ওয়েবিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল লাইফস্টাইল বাংলাদেশের তরুণ প্রজন্ম অভ্যস্ত হয়ে গেছে, বিশেষ করে যে পরিবর্তনটা ৫-১০ বছর পরে হতো সেটা কিন্ত গত ৮ মাসে করোনার সময় হয়ে গেছে। করোনা আমাদের যেমন সমস্যা তৈরি করেছে তেমন কয়েকটা সেক্টরে সম্ভাবনাও তৈরি করেছে। এই সম্ভবনাকে আমাদের তরুণ উদ্যোক্তারা কিভাবে কাজে লাগাতে পারে সেদিকে নজর দিতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তরুণ উদ্যোক্তাদের জন্য ৩ ধরনের সুবিধা দিয়ে থাকবে। যেমন সরকারের নিজস্ব ফান্ড, কো-ইনভেস্ট এবং বাহিরের বড় ফান্ড সরকার নিজেরাও ম্যানেজ করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তরুণ উদ্যোক্তাদের জন্য ৩ ধরনের সুবিধা দিয়ে থাকবে। যেমন সরকারের নিজস্ব ফান্ড, কো-ইনভেস্ট এবং বাহিরের বড় ফান্ড সরকার নিজেরাও ম্যানেজ করবে।
অনুষ্ঠানে এসবিকে টেকভেঞ্চারস এর চেয়ারম্যান ও জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির বলেন, স্টার্টআপকে এমন সলিউশন দিতে হবে সেটা আমাদের ১৬ কোটি মানুষের মধ্যে সাড়া ফেলবে।
সিলিকন ভ্যালীর ফান্ড পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের নূন্যতম কি থাকা দরকার তা নিয়ে অনুষ্ঠানে কথা বলেন ভিসিপিএবি এর সভাপতি শামীম আহসান।
বাহিরের ফান্ড পেতে ইনভেস্টর কি কি বিষয়গুলো দেখে সে সকল বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন শপ-আপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রিয়শপ ডটকমের সিইও আশিকুল আলম খান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসেল পার্টনার্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজন ইসলাম।