‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় কাজ করে এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার গ্রহণ করে দেশে ফিরলেন তরুণ সাবাইর যোদ্ধা সাদাত রহমান।
সোমবার তার বাবা সাখাওয়াত হোসেনের সঙ্গে দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এ তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় ছিলেন। সূত্রমতে, যশোরের অভ্যন্তরীণ ফ্লাইটে আজ আথবা আগামীকাল তিনি নড়াইলে পৌঁছবেন। সেখানে তাকে বরণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে এক অনুষ্ঠানে নড়াইলের ১৭ বছর বয়সী সাদাতের হাতে শিশুদের নোবেল শান্তি পুরস্কার তুলে দেয় ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন। শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন। পুরস্কারের সঙ্গে এক লাখ ইউরো পেয়েছেন সাদাত।
সাদাত সিআরআই আয়োজিত জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড বিজয়ী।