গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহালের দাবিতে জিপিহাউস, প্রেসক্লাব ও বিটিআরসি কার্যালয়ের পাশাপাশি এই ছাপিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার বাইরেও। শনিবার বসুন্ধরার জিপিহাউসের সামনেসহ প্রতিটি বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হয়েছে মানব বন্ধন।
রাজশাহী আলু পট্টির মোড়ের পুরোনো গ্রামীণফোন সেন্টার, খুলনায় অগ্রণী ব্যাংকের সামনে, চট্টগ্রাম রিজিওনাল অফিসের সামনে, সিলেটে মিরা বাজারে অবস্থিত রিজিওনাল অফিসের সামনে, রংপুর পায়রা চত্বরে, বরিশাল রিজিওনাল অফিসের গেটের সামনে মানববন্ধন করা হয়েছে।
গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে মানব বন্ধনে গ্রমীণফোন ব্যবস্থাপনা পর্ষদের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারীরা।
এদিকে দেশের বিভিন্ন সেক্টরের শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা ও সংহতি প্রকাশ করেছে।
অপরদিকে ইউনিগ্লোবাল ও বিভিন্ন দেশের শ্রমিক সংগঠন ও ফেডারেশন থেকেও জিপিইইউ এর সাথে সংহতি প্রকাশ করেছে। সর্বশেষ ট্রেড ইউনিয়ন প্রো , ফিনল্যান্ড থেকেও মিয়া মাসুদকে তার চাকরিতে পুনর্বহাল এর জন্য জোর দাবি জানানো হয়েছে।