এখনও চলতি বছরের শেষ হতে প্রায় দুই মাস বাকি। তবে এরই মধ্যে এক বিলিয়ন ডলার আয় করেছে পোকেমন গো। ভার্চুয়ালি পোকেমন ধরার এই অ্যাপটি বাস্তবিক বিশ্বে সবচেয়ে সেরা বছরটি পার করছে এবার। খবর আইজিএন।
সেন্সর টাওয়ারের প্রকাশিত তথ্যমতে, ২০১৬ সালে ৮৩২ মিলিয়ন ডলার আয় করে পোকেমন গো। পরের বছর আয় কমে গেলেও চলতি বছরের প্রথম ১০ মাসে আয় বেড়েছে। এই আয় ২০১৯ সালের আয়ের চেয়ে ১১ শতাংশ বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।
চলমান কোভিড-১৯ মহামারির প্রভাব পড়েছে পোকেমন গোতে। যারা বাড়িতে অবস্থান করছে তাদের জন্য গেমটির ডেভেলপার নিয়ানটিক সাময়িক পরিবর্তন এনেছে। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে তারা সেই পরিবর্তন এখন পাল্টে ফেলছে। যদিও গেমটির সফলতার পিছনে এই পরিবর্তনগুলো রয়েছে।
ডিবিটেক/বিএমটি