নিকন তাদের ডিএসএলআর কিংবা মিররবিহীন ক্যামেরাকে হাই-এন্ড ক্যামেরা হিসেবে ব্যবহারের সুযোগ দেবে। এজন্য ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন সফটওয়্যার উন্মুক্ত করেছে। চলমান করোনাভাইরাস মহামারিতে ভিডিও কলের চাহিদা বেড়ে যাওয়ায় গত কয়েকমাসে অন্যান্য বৃহত্তম ক্যামেরা নির্মাতারা একই ধরণের টুলস উন্মোচন করেছে। খবর এনগ্যাজেট।
বিনামূল্যের ওয়েবক্যাম ইউটিলিটি সফটওয়্যারটি উইন্ডোজ ১০ এবং ম্যাকওএস উভয় প্লাটফর্মে ব্যবহার করা যাবে। ভিডিও কনফারেন্স কলের পাশাপাশি লাইভস্ট্রিমিংয়ের জন্যও ব্যবহার করে যাবে বলে জানিয়েছে নিকন।
যদিও অনেক তৃতীয় পক্ষের সফটওয়্যার কিছু নিকন ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুযোগ দেয়, তবে নিকনের নিজস্ব এই টুলস বৃহৎসংখ্যক মডেলকে ব্যবহারের সুযোগ দেবে। আগামীতে আসা ক্যামেরাগুলোও এই সফটওয়্যার সমর্থন করবে।
ডিবিটেক/বিএমটি