চলতি বছরের সর্বশেষ বড় আয়োজনে অংশগ্রহণের জন্য মিডিয়া ও অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে অ্যাপল। আগামী ১০ নভেম্বর ‘ওয়ান মোর থিংস’ নামের এই অনুষ্ঠানে বহুল প্রত্যাশিত অ্যাপল সিলিকন ম্যাক উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
চলমান পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিকভাবেই আয়োজনটি শুধুমাত্র অনলাইনে অনুষ্ঠিত হবে। এরফলে প্রযুক্তি জায়ান্টটির অফলাইন আয়োজনে দেখতে আরও কয়েকমাস অপেক্ষা করতে হতে পারে।
এই আয়োজনে ম্যাকওএস বিগ সুর উন্মুখের তারিখ জানা যেতে পারে। আর মূল আকর্ষণ হিসেবে থাকতে পারে কোম্পানির এআরএম-ভিত্তিক প্রসেসর নিয়ে তৈরি নতুন ম্যাক।
কোভিড-১৯ এর কারণে অ্যাপল তিনটি বড় অনুষ্ঠান অনলাইনেই সম্পন্ন করছে। প্রথমে অ্যাপল ওয়াচ ও আইপ্যাড, পরে আইফোন এবং এবার ম্যাক নিয়ে অনলাইন উন্মোচন অনুষ্ঠানে হতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি