প্রতিযোগিতামূলক স্ট্রিমিং বাজারে সবাই যখন ছাড়সহ নানা অফার দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে উল্টো পথে হাটলো নেটফ্লিক্স। সেবাটির স্টান্ডার্ড ও প্রিমিয়াম প্যাকেজের মাসিক ফি বৃদ্ধি করা হয়েছে। খবর এনগ্যাজেট।
নতুন প্যাকেজ ফি অনুযায়ী, স্ট্যান্ডার্ড সেবার জন্য আগের ১২.৯৯ ডলারের পরিবর্তে ১৩.৯৯ ডলার খরচ গুনতে হবে। আর প্রিমিয়াম প্যাকেজের ফি দুই ডলার বেড়ে ১৭.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ক্ষেত্রে এই চার্জ বৃদ্ধি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিদ্যমান নেটফ্লিক্স ব্যবহারকারীরা নতুন দামে বিল পাবেন। তবে বেসিক প্যাকেজের মাসিক ফি’তে কোনো পরিবর্তন আনা হয়নি। ৮.৯৯ ডলারেই সেটি ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি