আগামী ১ নভেম্বর থেকে অনলাইনেই কল্যাণ ভাতা, যৌথবিমা ও দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের আবেদন করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরের অধিক্ষেত্রে থাকা সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই সুযোগ পেলেও পরবর্তী সময়ে সারা দেশেই এই ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হবে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, তিনটি অনুদানের জন্য একটি ফর্মে একই কাগজপত্র দিয়ে আবেদন গ্রহণ এবং একসঙ্গে অনুমোদন সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগটি বাস্তবায়নের জন্য সফটওয়্যার প্রস্তুত করে এটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডাটা সেন্টারে হোস্টিং করা হয়েছে। ফলে sss.bkkb.gov.bd ডোমেইন থেকে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। অনলাইনের পাশাপাশি আবেদনের হার্ডকপি পাঠাতে হবে।
সূত্রমতে, বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের তিনটি সেবার (কল্যাণভাতা, যৌথবিমা ও দাফন অনুদান) পৃথক ফরমগুলো একত্রিত করে একটি ফর্মে একই কাগজপত্র দিয়ে আবেদন দাখিল ও একসঙ্গে অনুমোদন সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগটি ২৫তম বোর্ডে অনুমোদিত হয় এবং পরিপত্র জারির মাধ্যমে সমন্বিত ফরমটি কার্যকর করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা-২০১৪, এটুআই প্রোগ্রামের সেবাপদ্ধতি সহজীকরণ বাস্তবায়ন বিষয়ক নির্দেশনা, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসনে কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের পন্থা উদ্ভাবন সংক্রান্ত নির্দেশনা মোতাবেক বোর্ডের কল্যাণ-যৌথবিমা-দাফন অনুদানের ফরম-২ পুনরায় সহজীকরণ করা হয়। যা ৩০তম বোর্ড সভায় অনুমোদিত হয়।