পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা হোম বক্স অফিস (এইচবিও) চ্যানেল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার মিডিয়া।
এক দশকের বেশি সময়ে এ অঞ্চলে টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তুলতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানির বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপের দর্শকেরা চ্যানেলটি আর দেখতে পাবেন না। প্রতিমাসে ৪ থেকে ৫ ডলারে সাবস্ক্রিপশন ব্যয় থাকা এসব দেশে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ব্যবসা বন্ধ করে দেবে ওয়ার্নার মিডিয়া।
যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে জনপ্রিয় এইচবিও চ্যানেলটি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেমন জনপ্রিয়তা পায়নি। গত মাসে এইচবিও চ্যানেলের তুলনায় মুভিজ নাও, স্টার মুভিজ, সনি পিক্স চ্যানেল বেশি দেখেছেন দক্ষিণ এশিয়ার দর্শকরা।
ওয়ার্নার মিডিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ জৈন বিবৃতিতে জানান, ২০ বছরের সফলতার পর এ সিদ্ধান্ত নেয়া কর্তৃপক্ষের জন্য কঠিন ছিল। পে-টিভির অবস্থা নাটকীয়ভাবে বদলে গেছে।