সম্ভবত এটি খুবই খারাপ সময় ছিলো। অথবা অ্যামাজন গেম স্টুডিও গেমটি আলোচনায় আসার আগেই ক্রুসিবলকে উন্মোচন করেছিলো। কিংবা অ্যামাজনে বিপণনে ঘাটতি ছিলো। আর এসব কারণেই একটি গেমের স্বল্পসময়ে জীবনাবসান হলো।
চলতি বছরের ২০ মে ক্রুসিবল উন্মোচন করা হয়। জুলাই মাসে হটাৎ করেই স্টিম তালিকা থেকে গেমটি বাদ দেয়া হয় এবং ক্লোজড বেটা সংস্করণে ফিরিয়ে আনা হয়।
এবার আনুষ্ঠানিকভাবে সার্ভারই বন্ধ করে দেয়া হচ্ছে। অর্ধ বছরেরও কম সময়ে আগামী ৯ নভেম্বর গেমটির সার্ভার বন্ধ করে দেয়া হবে।
যারা গেমে ফ্রি-টু-প্লের সময়ে মাইক্রো ট্রানজেকশন কিনেছেন তাদের অর্থ ফেরত দেবে অ্যামাজন। সেই হিসেবে গেমাররা কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন।
ডিবিটেক/বিএমটি