দূর থেকেই নির্দেশনা দিতে কুকুরের জন্য অগমেন্টেড রিয়ালিটি (এআর) গগলস বানিয়েছে মার্কিন সেনাবাহিনী। চশমার ভেতরে একটি দৃশ্যমান নির্দেশক দেখতে পাবে কুকুর। আর কুকুরটি কী দেখছে রিমোট ভিডিও ফিডের মাধ্যমে তা দেখতে পাবেন কুকুরটির নির্দেশদাতা সৈনিক।
গোলাবারুদ এবং অন্যান্য বিপদ শনাক্তকরণের কাজে অথবা যুদ্ধক্ষেত্রে কুকুরগুলোকে হাতের ইশারা বা লেজার পয়েন্টারের পরিবর্তে দূর থেকে নির্দেশনা দিতে এই চশমাটি বানানো হয়েছে।
এআর চশমার মাধ্যমে কুকুরকে বিপজ্জনক জায়গা থেকে নিরাপদে বের করে আনতে নির্দেশনা দিতে পারবেন সৈনিকরা।
এই এআর প্রযুক্তির চশমাটি বানিয়েছে ‘কমান্ড সাইট’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্কিন আর্মি রিসার্চ ল্যাবরেটরি (এআরএল)। চশমাটির একটি তারবিহীন সংস্করণ বানাতে আরও তহবিল পেয়েছে কমান্ড সাইট। বর্তমান সংস্করণের চেয়ে এটি আরও কার্যকর হবে বলেই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
এআরএল-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. স্টিফেন লি বলেছেন, “কুকুরকে নির্দেশনা এবং তথ্য দিতে ব্যবহার করা হবে এআর, মানুষের মতো কুকুর এআর চশমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। মানুষের চেয়ে কুকুরের ক্ষেত্রে অগমেন্টেড রিয়ালিটি ভিন্নভাবে কাজ করবে। এই প্রযুক্তির সম্ভাবনার বিষয়ে সেনাবাহিনীর কুকুর নিয়ে কাজ করা কমিউনিটি অত্যন্ত উদ্দিপ্ত।”