টেকজায়ান্টদের একাধিপত্য ভাঙতে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এন্টিট্রাস্ট প্রতিবেদনে এই আহ্বান জানানোর কথা নিশ্চিত করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান কেন বাক।
পলিটিকোতে প্রকাশিত বাকের এক প্রতিনিধির বরাত দিয়ে এই খসড়া প্রতিবেদনের সতত্যা যাচাই করেছে করেছে রয়টার্স।
খসড়ায় বাক টেকজায়ন্টগুলোর ক্ষমতা গণতান্ত্রিক শক্তির জন্য উদ্বেগজনক হিসেবে প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে এসব ফার্মের “ঘাতক অধিগ্রহণ” নীতির বিষয়ও তুলে ধরা হয়েছে।
এদের অধিগ্রহণ বিষয়ে জোরালো আপত্তি জানিয়ে বাক এদের ব্যবসায়ের ‘একক লাইন’ পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছেন। লিখেছেন, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো প্রতিষ্ঠান গিলে ফেলছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক। ইউটিউব এবং অ্যান্ড্রয়েডের মাধ্যমে ব্যবসায় প্রভাব বিস্তার করছে সার্চ ইঞ্জিন গুগল। একইসঙ্গে ক্লাউড কম্পিটিং ইউনিটে আগ্রাসি প্রভাব বিস্তার করছে ই-কমার্স খাতে নেতৃত্ব দেয়া অ্যামাজন।
প্রস্তাবনায় বাক লিখেছিলেন “এই প্রস্তাবটি প্রযুক্তি দৈত্যদের ভেঙে ফেলার জন্য পাতলা পর্দার কল। আমরা তাদের এই সংখ্যাগরিষ্ঠের পদ্ধতির সাথে একমত নই।”
ডেমোক্রেটিক চেয়ারম্যান ডেভিড সিসিলাইনের নেতৃত্বে কতজন রিপাবলিকান এই প্রতিবেদনকে সমর্থন করবে তা এখনো জানা যায়নি। দ্বিপক্ষীয় সমর্থন সঙ্গে প্রতিবেদন এবং সুপারিশ সাধারণত একটি বড় প্রভাব আছে।
প্রতিবেদনে অ্যাপল, আমাজন, গুগল এবং ফেসবুক কিভাবে বিশ্বকে দেখতে ও বুঝতে পারে এবং তা নিয়ন্ত্রণ করতে তাদের ক্ষমতা ব্যবহার করেছে তা তুলে ধরা হয়েছে।