চলতি বছরের প্রথমদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে অধিক সংখ্যক মানুষকে গুগল তাদের ভিডিও চ্যাট সেবা গুগল মিট উন্মুক্ত হবে। তবে প্রথমদিকে সকল জিমেইল অ্যাকাউন্টের পরিবর্তে চার্জ ছাড়াই এটিকে প্রিমিয়াম ফিচার হিসেবে রাখা হয়।
এই প্রিমিয়াম ফিচারে আনলিমিটেড কলের সুবিধা রাখা হয়। যেখানে ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য ৬০ মিনিটের সময়সীমা নির্ধারণের কথা জানানো হয়।
তবে সুখবর হলো, শিগগিরই ফ্রি জিমেইল ব্যবহারকারীদের হতাশ হওয়ার কারণ নেই। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আনলিমিটেড মিট কলের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। গুগল জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষ যাতে পরিবার ও বন্ধুদের সাথে সংযুক্ত থাকতে পারে তার জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ঐ পোস্টে গুগলের নতুন ফিচার টিভিতে মিট কল প্রচার, নেস্ট হাব ম্যাক্সে হ্যান্ডস-ফ্রি কল, ব্ল্যার ব্যাকগ্রাউন্ড ও নয়েস ক্যানসেলেশন সুবিধার কথাও উল্লেখ করা হয়।
ডিবিটেক/বিএমটি