গবেষণা ও উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশ্নে নতুন চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই চুক্তিকে ‘ঐতিহাসিক চুক্তি’ হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউস।
চুক্তি স্বাক্ষরের ব্যাপারে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই চুক্তি দূর ভবিষ্যতে উভয় রাষ্ট্রের সমন্বিত আর্থিক উন্নতি ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে দৃঢ় করবে।
এর আগে চীন নতুন উদ্ভাবন এবং নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপারে মনোযোগ দিয়েছে জানিয়ে নিজেদের অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন গুগল প্রধান এরিক স্মিথ। গবেষণা প্রকাশের দৌড়ে চীন যুক্তরাষ্ট্র ধরে ফেলেছে উল্লেখ করে মৌলিক গবেষণার তহবিলের বেলায় যুক্তরাষ্ট্র খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছিলেন তিনি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যে অনুযায়ী, মৌলিক গবেষণায় ২০১৮ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে পয়লা স্থান নিয়েছে চীন।