এবার আটলান্টিক মহাসগর পাড়ি দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবট জাহাজ। নাবিক ছাড়াই বুধবার এই মিশনে নেমেছে এই মেফ্লাওয়ার অটোনোমাস শিপ। আইবিএম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের নকশায় রোবট মেফ্লাওয়ার জাহাজটি বানিয়েছে অলাভজনক সংস্থা প্রোমেয়ার।
ছয় মাসের পরীক্ষা শেষে যুক্তরাষ্ট্রের প্লেমাথ বন্দর থেকে নোঙর তুলেছে জাহাজটি।
অ্যালুমিনিয়াম কম্পোজিটে তৈরি জাহাজটি যাত্রা শুরু করেছে সৌর শক্তি চালিত ব্যাটারির মাধ্যমে। এর সর্বোচ্চ গতিবেগ ১০ নট। ব্যাকআপের জন্য এতে একটি ডিজেল জেনারেটরও রয়েছে।
যাত্রী ও নাবিক না থাকলেও জাহাজটিতে রয়েছে, লিডার, রেডার, ক্যামেরা এবং জিপিএস অ্যান্টেনাসহ অন্যান্য প্রযুক্তি।
এর বদৌলতেই এখন এমএএস৪০০ ওয়েবসাইট থেকে জাহাজটির অগ্রগতি ট্র্যাক করতে পারছেন যে কেউ। জাহাজটির সমুদ্রযাত্রার গতিপথ এবং নমুনার তথ্যও পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।
দুই সপ্তাহের যাত্রায় প্লাস্টিকের নমুনা সংগ্রহের পাশাপাশি সামুদ্রিক জীবনের বিভিন্ন নমুনা সংগ্রহ করবে মেফ্লাওয়ার।
৪০০ বছর আগে, ১৬২০ সালে দুই মাসের বেশি সময় ধরে আটলান্টিক পাড়ি দিয়ে ইতিহাস গড়েছিলো কাঠের পাটাতনে তৈরি মূল মেফ্লাওয়ার জাহাজটি।