সোমবার পোকো তাদের নতুন স্মার্টফোন এক্স৩ এনএফসি ঘোষণা করে। তার পরদিনেই ফোনটির বিক্রি শুরু হয়। মাত্র ৩০ মিনিটেই ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে ফোনটি। খবর জিএসএম এরিনা।
নতুন ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধাসহ বড় ব্যাটারি ও ইউনিক ডিজাইন। আলিএক্সেপ্রেসে পোকোর অফিশিয়াল স্টোরে ফোনটি বিক্রি করা হচ্ছে। সবকিছু মিলে শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে ফোনটি।
আলিএক্সেপ্রেসের পাশাপাশি শাওমির নিজস্ব স্টোর, অ্যামাজন আঞ্চলিক ওয়েবসাইট, ব্যাংগুড, গিয়ারবেস্ট, ডাচ প্লাটফর্ম বেলসিমপেল এবং দক্ষিণপূর্ব এশিয়ায় অন্যতম শীর্ষ অনলাইন প্লাটফর্ম শপিতে পাওয়া যাচ্ছে। তবে সবগুলো প্লাটফর্মে কতোটি ফোন বিক্রি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি পোকো।
ডিবিটেক/বিএমটি