তৃতীয়বারের মতো আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) অনলাইনে এ প্রতিযোগিতার ক্যাম্পাস রাউন্ডের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন।
সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং সঞ্চালনায় ছিলেন হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাসের ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা তাসমিম।
এছাড়াও প্রোগ্রামে হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাসের আয়োজক দলের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।