শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জে কারিগরি সমস্যা দেখা দেয়ায় পুরাতন এক্সচেঞ্জের আওতায় ‘৯১১’, ‘৯১২’, ‘৯১৩’ ও ‘৯১৪’ গ্রুপের প্রায় ৯,০০০ টেলিফোন নম্বর গত ২৭ আগস্ট অকেজো হয়ে পড়ে। এক্সচেঞ্জটির ত্রুটি নিরসন করা সম্ভব হয়নি।
ফলে বর্তমানে অকেজো নম্বরগুলো অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পর্যায়ক্রমে প্রতিস্থাপন করার কার্যক্রম চলছে। অকেজো পুরাতন নম্বর এর পরিবর্তে বরাদ্দকৃত নতুন নম্বরের তালিকা বিটিসিএল ওয়েবসাইট দেয়া হয়েছে।
নম্বর পরিবর্তন বিষয়ে কোন তথ্যের জন্য বিটিসিএল শেরে বাংলা নগর কার্যালয়ের ০২-৮১৪২০০০ ও ০২-৪৮১১৭৭৯৯ যোগাযোগ করতে বলা হয়েছে।