বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রি কমলেও স্যামসাং আবারও বিক্রির শীর্ষে রয়েছে। ধারণা করা হচ্ছে, কোম্পানিটি চলতি বছরে ২৬৫.৫ মিলিয়ন স্মার্টফোন বাজারজাত করবে, যা বাজারের ২১ শতাংশ। খবর জিএসএম এরিনা।
স্ট্রাটেলি অ্যানালাইটিক্সের সর্বশেষ প্রান্তির রিপোর্টে এই তথ্য জানা গেছে। এতে চলতি বছরে বাজার কীভাবে চলছে এবং সামনের বছরটি কেমন যাবে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য ফুটে উঠেছে।
প্রতিবেদনটি জানানো হয়েছে, বাজার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে পূর্বের অবস্থায় ফিরে আসছে। এর আগে বিশ্বব্যাপী স্মার্টফোনে বিক্রি ১৫.৬ শতাংশ হ্রাস পাওয়ার ধারণা করা হলেও সেটির পরিবর্তে ১১ শতাংশ ক্ষতি হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতের বাজার অগ্রণী ভূমিকা রাখবে।
প্রতিবেদনে আরও বলা যায়, অ্যাপলকে টপকে স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে থাকছে হুয়াওয়ে। তাদের স্মার্টফোন বিক্রির পরিমান ১৯২.৭ মিলিয়ন ইউনিট, আর অ্যাপলের ১৯০.১ মিলিয়ন ইউনিট।
ডিবিটেক/বিএমটি