ফেসবুকের মূল অ্যাপ থেকেই চালু হলো ইনস্টাগ্রামের স্টোরি দেখার সুবিধা। একইসঙ্গে রিপ্লাই করতে পারবেন। ফিচারটি বিষয়ে ফেসবুক মুখপাত্র জানিয়েছেন, “সব বিদ্যমান গোপনতা সেটিংস ঠিক রেখেই”এই পরীক্ষাটি করা হচ্ছে।
তিনি আরো জানিয়েছেন, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখতে হলে অবশ্যই গ্রাহককে দু’টি অ্যাকাউন্ট লিংক করে নিতে হবে। অবশ্যই ইনস্টাগ্রামের অনুসারি হতে হবে। পাশাপাশি ফিচার বিদ্যমান সব গোপনতা সেটিংস মেনে চলতে হবে। অবশ্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে আপাতত ফেসবুকে নিজেদের স্টোরি দেখানো বন্ধ রাখতে পারবেন।
শুধু দুটি অ্যাপের স্টোরি নয়, মেসেজিং সেবাকেও একত্রিত করতে কাজ করছে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক পোর্টাল এনগ্যাজেট জানিয়েছে, নিজেদের “অ্যাপ পরিবারকে” আরও কাছে নিয়ে আসার বড় পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।