মেইল করে পছন্দের প্রার্থীকে ভোট দিতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার। আর মেইল ইন ভোট যথাসময়ে পৌঁছে দেওয়ার সক্ষমতা, প্রস্তুতি ও প্রতিশ্রুতি ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান লুইস ডে জয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচত ২০২০ নিয়ে মার্কিন সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সামনে এক শুনানিতে এমনটাই জানিয়েছেন তিনি।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অপরিবর্তীত থাকলে ৩ নভেম্বরের নির্বাচনে নিবন্ধিত ভোটারদের মধ্যে মেইল ইন ভোট দিতে ইচ্ছুক ভোটারের সংখ্যা বেড়ে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে মনে করেছেন দেশটির পর্যবেক্ষকরা।
পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মেইল ইন ভোটের সুবিধা নিশ্চিত করতে ডেমোক্রেট পার্টিসহ বিভিন্ন গোষ্ঠী প্রশাসনের ওপর অবিরাম চাপ তৈরি করেছে।
তবে, আর্থিকভাবে ধুঁকতে থাকা ইউএসপিএস’কে মেইল ভোট কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল দেওয়ার ব্যাপারে অনীহা দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।