রিয়েল এস্টেট কোম্পানি স্কাইওয়াকার হোল্ডিংস এবং হারপো স্টুডিওসের সাবেক নির্বাহী অ্যান্দ্রেয়া উইসমকে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিন্টারেস্ট। এটি কোম্পানির বোর্ডে প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য ও তৃতীয় নারী সদস্য। খবর টেকক্রাঞ্চ।
২০১৬ সালে পিন্টারেস্ট সর্বপ্রথম তাদের বোর্ডে নারী পরিচালক যুক্ত করে। তিনি ছিলেন অ্যামাজনের সাবেক নির্বাহী মিশেল উইলসন। তিনি কোম্পানির প্রথম আউটসাইড বোর্ড সদস্যও ছিলেন।
পিন্টারেস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন সিলবারম্যান বলেন, গত কয়েকমাসে প্রার্থীদের সাথে বৈঠকের মাধ্যমেই উইসমকে নিয়োগ দেয়া হয়েছে। কয়েকটি কারণে তাকে এই নিয়োগ দেয়া হয়।
ডিবিটেক / বিএমটি