উন্মোচিত হয়েছে গুগলের প্রথম ফাইভজি সম্বলিত স্মার্টফোন। পিক্সেল ৪এ (ফাইভজি) এবং পিক্সেল ৫ ডিভাইসগুলো ৪৯৯ ডলার থেকে পাওয়া যাবে। খবর রয়টার্স।
সোমবার গুগল জানায়, নন-ফাইভজি সংস্করণের ৪এ স্মার্টফোনের প্রাথমিক দামও কমানো হয়েছে। পাওয়া যাবে ৩৪৯ ডলারে।
অ্যাপলের মতো, গুগলও করোনাভাইরাস মহামারিতে গ্রাহক টানতে কমদামি ফোন উন্মোচন করেছে। অ্যাপলের ছোট সংস্করণের আইফোন ৩৯৯ ডলারে পাওয়া যায়। ফলে আইফোনের চেয়ে ৫০ ডলার কমে পাওয়া যাবে ফোনটি।
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানী, জাপান, তাইওয়ান ও অস্ট্রেলিয়াতে ফাইভজি মডেলের ফোনগুলো পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি