২০১৮ সালে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ২০২১ সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রার ঘোষণা দেয়। তবে নির্ধারিত সময়ের আগেই সঠিক পথে আছে ফেসবুক। খবর এনগ্যাজেট।
ফেসবুক জানিয়েছে, ২০১৯ সালে ফেসবুক তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ৮৬ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেছে। ২০১৫ সালের এই পরিমান ছিলো মাত্র ৩৫ শতাংশ।
টেক্সাসে বৃহৎ সোলার ফার্মের পাশাপাশি ফেসবুকের বর্তমানে ১.৩ গিগাওয়াট ওয়াইন্ড ও সোলার প্রজেক্ট চলমান রয়েছে। গতবছরে ফেসবুক তাদের পরিচালনায় ২০১৭ সালের তুলনায় ৫৯ শতাংশ গ্রিণহাউজ গ্যাস নি:র্সরণ কমিয়েছে।
ফেসবুক জানিয়েছে, কোম্পানির মেনলো পার্কের প্রধান কার্যালয়টি শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে। সেখানকার ৯০ শতাংশ ময়লা-আবর্জনা রিসাইকেলিং ও কম্পোস্টিং করে শক্তি উৎপন্ন করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন ডেটাসেন্টারেও নবায়নযোগ্য শক্তি ব্যবহাররে স্বীকৃতি পেয়েছে।
ডিবিটেক/বিএমটি