ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদেরকে তাদের ছবি ও ভিডিওতে অধিক নিয়ন্ত্রণ দিচ্ছে। কমেন্ট ফিল্টারিং টুলস গত মে মাসে পরীক্ষামূলকভাবে পিনড কমেন্ট চালু করে। এবার সবার জন্যই ফিচারটি চালু হলো। খবর এনগ্যাজেট।
নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারী চাইলে তার ফিড পোস্টে কিছু কমেন্টকে উপরের দিকে রাখতে পারবে। এতে আলোচনাগুলো ব্যবস্থাপনা সহজ হবে।
যখন ব্যবহারকারী তার কমেন্ট দেখবেন। তখন রিপ্লাই, রিপোর্ট এবং ডিলিটের পাশাপাশি পিন অপশন পাওয়া যাবে। ধারাবাহিকভাবে সকল ব্যবহারকারীই সেবাটি ব্যবহার করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি