কনটেন্টের খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের উপর সেটি চাপিয়ে দিচ্ছে গুগল। মঙ্গলবার প্রযুক্তি জায়ান্টটি ইউটিউব টিভির অনলাইন সেবা ৩০ শতাংশ বাড়িয়ে ৬৪ দশমিক ৯৯ ডলার নির্ধারণের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
মঙ্গলবার থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। করোনাভাইরাস মহামারিকালীন সিনেমা হলসহ বাইরের বিনোদন অনেকটা বন্ধ হয়ে যাওয়ায় ও বাড়িতে থাকার কারণে অনলাইন কনটেন্টের চাহিদা বেড়ে যাওয়ার এই সময়ে সুযোগ বুঝেই গুগল এই মূল্য বৃদ্ধি করলো বলে মনে করছেন অনেকেই।
যদিও গতবছর এপ্রিলেও ইউটিউব টিভি সাবস্ক্রিপশন ফি ২৫ শতাংশ বাড়িয়ে ৪৯ দশমিক ৯৯ ডলার করা হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি