হুয়াওয়ের সাথে যুক্তরাষ্ট্রের কোম্পানির ব্যবসায়িক নিষেধাজ্ঞা সংশোধন করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের স্ট্যান্ডার্ডস সেটিংসে হুয়াওয়ের সাথে কাজ করতে পারবেন দেশটির ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য সংস্থাগুলো নীতিমালা পরিবর্তনে কাজ করছে। বর্তমানে এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
তবে এ বিষয়ে কমার্স ডিপার্টমেন্ট কিংবা হুয়াওয়ের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার প্রায় এক বছর পর এই সংশোধনী আসতে যাচ্ছে।
তবে আসলেই কী হুয়াওয়ের নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র? বাস্তবে তেমনটি নয়। মূলত স্টান্ডার্ডস সেটিংসে একাধিক কোম্পানির যন্ত্রাংশ যাতে একসাথে কাজ করে সেটির স্পেসিফিকেশন ডেভেলপে কাজ করা হয়। নিষেধাজ্ঞা সংশোধন হলে হুয়াওয়ের সাথে মিলে যুক্তরাষ্ট্রের কোম্পানি এই স্টান্ডার্ডস সেটিংসে অংশ নিতে পারবে।
ডিবিটেক/বিএমটি