করোনাভাইরাস মহামারী পরবর্তী অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় কারিগরি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার রাতে ইয়াং বাংলা আয়োজিত লেটস টক ‘কোভিড-১৯ রিকভারি টিভিইটি (টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) ফর ইয়ুথ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এই আহ্বান জানান তিনি।
সমাজে কারিগরি শিক্ষার একটি ‘গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “এটাকে যদি আমরা মেইনস্ট্রিমে নিয়ে আসি বা নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে এবং কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে হলে দক্ষ কর্মী গড়ে তোলার বিকল্প নেই।”
ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,কারিগরি শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার কোনো সংঘর্ষ নেই। কেউ সামাজিক বিজ্ঞানে ডিগ্রি নিলে ইলেক্ট্রিক্যাল ট্রেনিং নেওয়া যাবে না- এমন নয়।