নিরাপত্তা গবেষক আথুল জায়ারুম সম্প্রতি প্রকাশ করেন যে গুগল সার্চে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নাম্বার পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যবহারকারী ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহার করে থাকেন তাহলে সেটি গুগল সার্চে ইনডেস্ক হয়ে যাচ্ছে। খবর এনগ্যাজেট।
তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিষয়টি জানার পর সমস্যাটি সমাধান করা হয়েছে। ক্লিক টু চ্যাট ফিচারটি ব্যবহারকারীর ফোন নাম্বার প্লোইন টেক্সটে লিংক তৈরি করে। যেহেতু সার্ভার রুটে লিংকটির রোবট ডট টিএক্সটি ফাইল নেই তাই সেটি গুগল অথবা অন্য সার্চ ইঞ্জিনের ক্রাউলিং এবং ইনডেস্ক থেকে বন্ধ করতে পারে না।
জায়ারাম বলেন, “site:wa.me.” লিখে গুগলে সার্চ করলে প্রায় তিন লাখ ফোন নাম্বার ফলাফলে আসে। এর আগে হোয়াটসঅ্যাপ বেটা ইনফোতে এ ধরণের নিরাপত্তা ত্রুটি কথা বলেছিলো। ফলে কয়েক মাস ধরেই ত্রুটি রয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
ডিবিটেক/বিএমটি