টুইটারে ‘বর্ণবাদী হিসেবে আখ্যা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! মূলত তাঁর নামের সাথে বহুবার সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করার কারণে এমনটি ঘটেছে। ফলে টুইটারে ‘রেসিস্ট’ বা বর্ণবাদী লিখে সার্চ করলে তাঁর নামটি দেখাচ্ছে। খবর সিনেট।
বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী প্রথমে বিষয়টি জানতে পেরেছেন। সিনেট জানিয়েছে, টুইটার অ্যাকাউন্টে লগড ইন না থাকলেও এবং প্রাইভেট মোডে ওয়েব ব্রাউজার ব্যবহার করলেও বর্ণবাদ এবং বর্ণবাদী লিখে সার্চ করলে ফলাফলে পিপল ট্যাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি দেখাচ্ছে।
বিষয়টির ফলে এটি প্রতীয়মান হয়েছে যে, অনেক সংখ্যক টুইটার ব্যবহারকারী ট্রাম্পের অ্যাকাউন্টের সঙ্গে ‘রেসিস্ট’ বা বর্ণবাদী শব্দটি ব্যবহার করেছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি