সমস্যাযুক্ত প্লে স্টেশন গেমের রিফান্ড প্রদান না করায় অস্ট্রেলিয়ার একটি আদালত জাপানের সনি কর্পোরেশনকে সাড়ে তিন মিলিয়ন ডলারের জরিমানা করেছে। দেশটির কনজ্যুমার কমিশন এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
গত বছরের মে মাসে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি) সনি ইন্টার্যাক্টিভ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ইউরোপ লিমিটেডের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, সমস্যাযুক্ত গেম ডাউনলোড করার ১৪ দিন পরেও সনি ক্ষতিগ্রস্থ গ্রাহকদের অর্থ ফেরত দেয়নি।
এছাড়া গ্রাহকদেরকে নগদ রিফান্ড না দিয়ে শুধুমাত্র স্টোর ক্রেডিট অফার কারণেও অভিযুক্ত করা হয়। এসিসিসি জানিয়েছে, দায়বদ্ধতা নিয়ে গ্রাহকদের অর্থ ফেরত দেয়া এবং নিয়ন্ত্রক সংস্থাটির আইনী খরচ পরিশোধ করতে হবে সনিকে।
এ বিষয়ে সনির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
ডিবিটেক/বিএমটি