চলতি বছরের প্রথমদিকে মটোরোলা নতুন প্রিমিয়াম ফোন উন্মোচন করে। তারা ভুল করেনি, তবে কোম্পানিটির কমদামি ডিভাইসগুলো ব্র্যান্ডটির চাহিদার অন্যতম কারণ। এছাড়া বর্তমান পরিস্থিতিতে গ্রাহকরা বাজেট ফোনই খুঁজছে। সেই চাহিদা পূরণ করতে কমদামি নতুন দুই ফোন আনছে মটোরোলা। খবর এনগ্যাজেট।
২০০ ডলারের মটো জি ফাস্ট মডেলটি নিশ্চিতভাবে সাশ্রয়ী দামের ফোন বলা যায়। দমে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা প্রশ্ন থেকে যাচ্ছে। চলতি বছরে মটো জি পাওয়ার স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছিলো।
এছাড়া মটো জি স্টাইলাসে একটি স্টাইলাস রয়েছে। আগের দুই ফোনের মতো নতুন জি ফাস্টে একই স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হচ্ছে, ফলে নামের সাথে পারফরমেন্সের একটা ঘাটতি থেকে যেতে পারে। থাকছে ৩ গিগাবাইট র্যাম, যা মটো জিএস থেকে ১ জিবি কম। অন্যদিক দিয়ে এটি মটোরোলার অন্য কোনো মধ্যম মানের ফোন থেকে দ্রুতগতির নয়!
জি ফাস্টের পাশাপাশি আসছে মটো ই। এতে ব্যবহার করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে থাকবে ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ ও ৩৫৫০ এমএএইচ ব্যাটারি। পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিবিটেক/বিএমটি
Поиск в гугле