সদ্য শেষ হওয়া রজমান মাসে ই-কমার্স সাইট পিকাবুতে বেস্ট সিলিং স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি। মূল্যসংবেদনশীলতায় নলাইনে রেকর্ডসংখ্যক অর্ডার পায় রিয়েলমি ফাইভ আই এবং রিয়েলমি সি থ্রি।
গত ৭ মে এ রিয়েলমি তাদের ফাইভ আই স্মার্টফোনটি লঞ্চ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই ১,০০০ ইউনিট এর বেশি বিক্রির মাধ্যমে এই মূল্য সেগমেন্টে ‘পিকাবুতে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন’ হিসেবে স্বীকৃতি পায়।
এ বিষয়ে পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার এ বিষয়ে বলেন, “বাংলাদেশে তরুণদের মাঝে রিয়েলমি ব্যাপক সাড়া পাচ্ছে। তাদের এ সাফল্যে আমরাও আনন্দিত। রিয়েলমির প্রতিটি স্মার্টফোনই চোখ ধাঁধানো ডিজাইন ও আধুনিক সব ফিচারের সমন্বয় থাকায় অল্প সময়ের মধ্যেই সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করছে।”