করোনার ফলে এবার পেপারলেস ভার্চুয়াল পদ্ধতিতে প্রকাশ করা হচ্ছে এসএসসি ও সমমানের ফল। আজ রোববার (৩১ মে) ফেসবুক লাইভে প্রকাশ করা হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। ঘরে বসেই মোবাইলে ফলাফল জানতে ইতোমধ্যেই প্রাক-নিবন্ধন করেছেন ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, মোবাইল এসএসসি ও সমমানের ফল পেতে শনিবার (৩০ মে) দুপুর ২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। মোট সাড়ে ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে নির্ধারিত সময়ে ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী প্রাক-নিবন্ধন করেছেন। এদের মধ্যে গ্রামীণফোন নম্বর থেকে ৫ লাখ ৭৪ হাজার ৫৯৯ জন, রবি নম্বর থেকে ৪ লাখ ৭১ হাজার ২৮৯ জন, টেলিটক নম্বর থেকে ১ লাখ ১৫ হাজার ৯১৫ জন এবং বাংলালিংক নম্বর থেকে ১ লাখ ৬১ হাজার ৯২৩ জন পরীক্ষার ফল পেতে প্রাক-নিবন্ধন করেছেন।
এদিকে আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। এরপর বেলা ১১টায় ফেসবুক লাইভে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের সম্পূর্ণ বক্তব্য বিটিভি ধারণ করবে। নিউজ ও ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও পাঠানো হবে।