সারাদেশের অবরুদ্ধ পরিস্থিতিতেও আসন্ন ঈদকে খানিকটা আনন্দময় ও রঙ্গিন করে তুলতে হুয়াওয়ে চালু করেছে ‘ঈদ মোবারক, স্টে কানেকটেড’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের অধীনে গ্রাহক বাংলাদেশের বাজারে থাকা হুয়াওয়ে ডিভাইস কিনে প্রতিদিন জিতে নিতে পারবেন আকর্ষণীয় হ্যান্ডসেট ও নিশ্চিত নানা পুরস্কার। এ তালিকায় রয়েছে প্রায় অর্ধলক্ষ টাকার নোভা ফাইভটি, হুয়াওয়ে ওয়াচ জিটি-২’সহ আরো নানা উপহার।
গিফট স্টক থাকা সাপেক্ষে মঙ্গলবার (১২ মে) থেকে চালু হওয়া বিশেষ এই ঈদ অফার চলবে ২২ মে, ২০২০ পর্যন্ত।
হুয়াওয়ের বিশেষ এ ঈদ ক্যাম্পেইন সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, “ঈদ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় উৎসব। অবরুদ্ধ পরিস্থিতিতেও ঈদের আনন্দ পরিবারের সবার মাঝে ছড়িয়ে দিতে গ্রাহকদের জন্য আমাদের এই আয়োজন। গ্রাহকরা হুয়াওয়ের ডিভাইস কিনলে পাবেন আকর্ষণীয় উপহার। আশা করি, সংকটময় এ পরিস্থিতিতেও তাদের ঈদের আনন্দটা বর্ণিল হয়ে উঠবে।”