যুক্তরাজ্যের দুই বৃহৎ টেলিকম অপারেটর একীভূত হচ্ছে। ভার্জিন মিডিয়া এবং ও২ এর মালিকানা প্রতিষ্ঠান লিবার্টি গ্লোবাল এবং টেলিফোনিকা ইতিমধ্যেই তাদের মোবাইল, ইন্টারনেট এবং টিভি সেবাকে যৌথ উদ্যোগে রূপ নিতে আলোচনা করছে। খবর এনগ্যাজেট।
দুই প্রতিষ্ঠান এক হওয়ার পিছনের মূল কারণ না জানা গেলে, বিটি এবং স্কাইকে টেক্কা দিতে বড় সহায়ক হবে এই একত্রীকরণ। উভয় কোম্পানি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
এই একত্রীকরণ যুক্তরাজ্যের গ্রাহকদের ক্ষেত্রে সেবা গ্রহণ করার ‘অপশন’ কমিয়ে দিলেও বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। টেলিফোনিকা ইতিমধ্যে চারটি বাজারকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই একত্রীকরণ কৌশল নির্ধারণে বড় সহায়ক হবে। এছাড়া লিবার্টি গ্লোবাল ইউরোপের বাজারে প্রবেশ করতে পারবে এবং তাদের সেট-টপ প্লাটফর্মকে আরও অধিক মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।
ডিবিটেক/বিএমটি