ভারতে সরকারি ও বেসরকারি খাতের সব কর্মজীবীকে বাধ্যতামূলকভাবে সরকারের তৈরি ট্রেসিং অ্যাপ ব্যবহার করার ও শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। ‘আরোগ্য সেতু’ নামের এই ট্রেসিং অ্যাপটিতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করা বাধ্যমূলক। এতে ব্লুটুথ ও জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে। ন্যাশনাল এনফরমেকিসক সেন্টার এটি তৈরি করেছে।
এই অ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারী কোনো কোভিড-১৯ রোগীর সংস্পর্ষে এলে বা পরবর্তীতে করোনাভাইরাস ধরা পড়েছে এমন ব্যক্তির সঙ্গে আগে দেখা করে থাকলে অ্যাপটি সতর্কবার্তা পাঠাবে।
শতভাগ কর্মীরা যাতে অ্যাপটি ব্যবহার করে সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের দায়িত্ব দেয়া হয়েছে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে প্রায় পাঁচ কোটিবার অ্যাপটি ডাউনলোড হয়েছে।
ডিবিটেক/বিএমটি