অ্যামাজন ইতিমধ্যেই তাদের গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দেয়া এবং ওয়্যারহাউজের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেয়ার বিষয়ে সকলের নজরদারিতে রয়েছে। প্রথম প্রান্তিকের ফলাফলে, উভয় বিষয়ই তুলে ধরে অনলাইন রিটেইল জায়ান্টটি। তবে আগামী প্রান্তিকে করোনাভাইরাস প্রতিরোধে কোম্পানিটি অন্তত ৪ বিলিয়ন ডলার খরচ করবে। খবর সিনেট।
অ্যামাজনে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, আপনি যদি অ্যামাজনের শেয়ারের মালিক হয়ে থাকেন তাহলে শান্ত থাকুন, কারণ আমরা ছোট কিছু চিন্তা করছি না। সবকিছু স্বাভাবিক থাকলে দ্বিতীয় প্রান্তিকে আমরা প্রায় ৪ বিলিয়ন ডলার কিংবা তার বেশি লাভ করতে পারতাম। তবে এখন স্বাভাবিক অবস্থা নেই। আমরা বরং কোভিড-১৯ মোকাবিলায় পুরো ৪ বিলিয়ন ডলার কিংবা তারও বেশি খরচ করার পরিকল্পনা করেছি।
এই খরচের মধ্যে রয়েছে কর্মীদের উচ্চ বেতন, নিরাপত্তা গিয়ার যেমন ফেস মাস্ক এবং অ্যামাজনের অভ্যন্তরে কোভিড-১৯ পরীক্ষার সক্ষমতা তৈরিতে খরচ করা হবে। ফলে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
ডিবিটেক/বিএমটি