সব পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে আগামী ছয় মাসের মধ্যেই সাধারণ জনগনের কাছে পৌঁছে যেতে পারে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এক টুইটে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। খবর পিসিম্যাগ।
গত বুধবার স্পেক্সএক্স আরও ৬০টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে প্রতিস্থাপন করেছে। এর ফলে এই স্যাটেলাইটের মোট সংখ্যা দাড়িয়েছে ৪২০টি।
আগামী তিন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই ইন্টারনেট সেবা চালু করা হবে। এরপর হাই ল্যাটিটিউট অঞ্চলে পাবলিক বেটা চালু করা হবে। এক্ষেত্রে জার্মান মার্কেট এগিয়ে রয়েছে।
বিশ্বের যেকোনো প্রান্তে দ্রুতগতির ও সুলভ মূল্যে ইন্টারনেট সেবা দিতে স্টারলিংক সেবার উদ্যোগ নিয়েছে স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স। বিশেষ করে যেসব প্রান্তিক এলাকায় বা যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে এই সেবা দেয়া হবে। এর গতি হবে সর্বোচ্চ ১জিবিপিএস।
যদিও স্যাটেলাইট ইন্টারনেট সেবা নতুন নয়, তবে লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে দ্রুতগতির সেবা নিশ্চিত করার জন্য স্পেসএক্সের নেটওয়ার্ক ডিজাইন করা হয়েছে। এই স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে মাত্র ২০০ থেকে ৭০০ মাইল দূরত্বে কক্ষপথে ঘুরবে। এগুলো গ্রাউন্ড স্টেশন থেকে ইন্টারনেট ব্যবহারকারী পর্যন্ত ডেটা পরিবহন করতে মহাকাশে থাকবে।
সর্বোচ্চ সেবা দিতে কোম্পানিটি ৪০ হাজার স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এই বছরের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং কানাডাতে ব্রডব্যান্ড সেবা চালু করতে চায় স্পেসএক্স। ২০২১ সালে বিশ্বব্যাপী ক্রমান্বয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
ডিবিটেক/বিএমটি